Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭, ০৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৭:০৭ পিএম

সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মালবাহী হ্যান্ড ট্রাক্টর চাপায় মো. শাকিল আহমেদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির ব্যবহৃত সাইকেলটিও ধুমড়ে মুছড়ে গেছে।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সেন্টার বাজার দক্ষিণ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে শাকিল একটি বাই-সাইকেল চালাচ্ছিল। সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি হ্যান্ড ট্রাক্টর তার সাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে সাইকেলটি ধুমড়েমুছড়ে গিয়ে শাকিল ঘটনাস্থলে নিহত হয়।

চরজব্বর থানার ওসি শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ