Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাতারে ন্যূনতম মজুরি ‘২২ হাজার টাকা’ নির্ধারণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ১:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতার ন্যূনতম মজুরি বাড়িয়ে শ্রম আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন আইনে ন্যূনতম মজুরি ২৫ শতাংশ বাড়িয়ে এক হাজার রিয়াল বা ২২ হাজার ৬১৪ টাকা করা হয়েছে। 

আইএলও’র বরাতে এপি’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এক হাজার কাতারি রিয়াল (২৭৫ মার্কিন ডলার) নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাফালা বাতিলের সিন্ধান্তটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হলেও, আইনটি কার্যকর হতে কমপক্ষে আরো ছয় মাস সময় লাগবে।
জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা জানিয়েছে, এখন অভিবাসী শ্রমিকরা তাদের বর্তমান নিয়োগকর্তাদের অনুমতি না নিয়েই চুক্তি শেষ হওয়ার আগে চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়া, ন্যূনতম মজুরি বিধির ক্ষেত্রে নিয়োগকর্তাদের শ্রমিকদের জন্য আবাসন ও খাবারের জন্য ভাতা প্রদান করতে হবে।
এ পদক্ষেপের প্রশংসা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘এটি উৎসাহজনক লক্ষণ যে শেষ পর্যন্ত কাতার সঠিক পথে চলছে।’ তবে নিয়োগকর্তারা চাইলে এখনো ‘পলাতক’ কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারবেন।
বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের সুবিধা উপভোগ করা কাতার ২০১৮ সালে আংশিকভাবে ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে। আইএলও বলছে, এ পদ্ধতি বাতিল হলে প্রবাসী কর্মীরা নিজের ইচ্ছানুযায়ী কফিল (নিয়োগকর্তা) পরিবর্তন ও দেশে আসা-যাওয়া করতে পারবেন এবং কর্মসংস্থান চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা পাবেন।
২০২২ সালে ফিফা বিশ্ব কাপ আয়োজক দেশ কাতারে ২৭ লাখ মানুষের বসবাস। এর মধ্যে দেশটির নাগরিক মাত্র তিন লাখ।



 

Show all comments
  • Md Shipon ৩১ আগস্ট, ২০২০, ৩:১০ পিএম says : 0
    খুব ভাল নিউজ।
    Total Reply(0) Reply
  • মিনহাজ ৩১ আগস্ট, ২০২০, ৩:১১ পিএম says : 0
    বাংলাদেশেও ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত
    Total Reply(0) Reply
  • শাফায়েত ৩১ আগস্ট, ২০২০, ৩:১২ পিএম says : 0
    কাতার একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে
    Total Reply(0) Reply
  • নাজিম ৩১ আগস্ট, ২০২০, ৩:১৩ পিএম says : 0
    কেউ কি বলতে পারেন, আমাদের দেশে ন্যূনতম মজুরি কত?
    Total Reply(0) Reply
  • Mokhlesur Rahman ৩১ আগস্ট, ২০২০, ৫:৫৬ পিএম says : 0
    Thanks Qatar and it's HE The Royal Family
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ