মাদারীপুরের শিবচরে রোগীবাহী এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত, আহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামকরণস্থানে শুক্রবার দুপুরে রোগীবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত। এছাড়া
চট্টগ্রামের আনোয়ারায় রেস্টুরেন্টে বসে ইয়াবা বিক্রির সময় ১৩শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা চুন্নার বর বাড়ির ইউসুফের ছেলে আবুল কালাম (২৪) ও একই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে দিদার (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তাদের দেহ তল্লাশী করে ১৩শত পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্যে ৩ লক্ষ ৯০ হাজার টাকা। কক্সবাজারের টেকনাফ থেকে কম মূল্যে এনে বিক্রয়ের জন্য তাদের হেফজতে রাখে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার উপ পুলিশ পরির্দশক আবুল ফয়েজ জুয়েল।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।