Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুবাইয়ের প্রমিজ ব্রিজে হাজার হাজার তালা

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ৫:৪৫ পিএম

বিশ্বের অন্যতম পর্যটন নগরী দুবাইয়ের প্রমিজ ব্রিজ পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের বড় একটি অংশের পছন্দের জায়গা এটি। ভ্রমণ করতে এসে স্মৃতির নিদর্শন হিসেবে এ ব্রিজের গায়ে লাগিয়ে যান তালা। দুবাইয়ের আল খাওয়ানিজ এলাকায় প্যারিসের পন্ট দে আর্টস ব্রিজের আদলে তৈরি এ ব্রিজটি দেখতে এসে যারা স্মৃতির নিদর্শন হিসেবে ভালোবাসার গভীরতা বুঝাতে ব্রিজের গায়ে তালা লাগিয়ে যেতে চান তাদের জন্য ব্রিজ কর্তৃপক্ষও বিভিন্ন রকমের তালা সরবরাহ করে থাকেন। তালাগুলোর মূল্য কমপক্ষে ১০ দিরহাম। তালা ক্রয় করে ভ্রমণ পিপাসু পর্যটকরা এ তালার গায়ে রং দিয়ে স্মৃতি স্বরূপ নিজেদের নাম লিখে ব্রিজের গায়ে বেঁধে যান। বর্তমানে পর্যটকদের স্মৃতির নিদর্শন হিসেবে এ ব্রিজে ঝুলছে হাজার হাজার তালা। ব্রিজটি ঘিরে এর চার পাশে রয়েছে চোখ জুড়ানো নয়নাভিরাম প্রাকৃতিক অপরূপ দৃশ্য। যে কেউ একবার আসলে আরেকবার স্মৃতি চারণে আসতে মন চাইবে এখানে। উল্লেখ্য, ২০১৮ সালে পর্যটকদের জন্য ব্যতিক্রমী এ প্রমিজ ব্রিজটি উন্মুক্ত করে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ