Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকার মাদরাসা ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার সানির দুই দিনের রিমান্ড

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ পিএম

ঢাকা বড় বাড়ি মহিলা কাউমী মাদরাসা (কুদুরি জামাতের ৯ ম শ্রেণি) ছাত্রী সাফরিনা নুর তিশা (১৪) অপহরণ মামলায় আদনান খন্দকার সানিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা থেকে সাফরিনা নুর তিশা (১৪)কে নামক অপরণের ঘটনায় গ্রেফতার হন আদনান খন্দকার সানি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (রামু) এ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা রামু থানার মোঃ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

শুনানি শেষে বিচারক দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভিকটিম তিশার মামা নাসির উদ্দিন বাদি হয়ে রামু থানা মামলা করেন। যার নং- ৩৪/৩৪৪।

আদনান খন্দকার সানি ঢাকার খিলক্ষেতের জুম্মি এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।

গত ২৪ আগস্ট খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় সানিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে সে কক্সবাজার জেলা কারাগারে বন্দি।

গত ১৭ আগস্ট বেলা ১ টার দিকে গ্রামের বাড়ি থেকে অপহৃত হন সাফরিনা নুর তিশা।

সে ঢাকা বড় বাড়ি মহিলা মাদরাসা কুদুরি জামাতের (৯ ম শ্রেণি) ছাত্রী এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনার লামার পাড়ার মোঃ রফিকের মেয়ে।

এ বিষয়ে ১৭ আগস্ট রামু থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন মা রুজিনা আক্তার। যার নং-৭০৯।

মাদরাসা ছাত্রী সাফরিনা নুর তিশা উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা রোজিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ