Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক -বাম মোর্চা

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গ্যাসের মূল্য বৃদ্ধিকে অন্যায় হিসেবে অভিহিত করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী ও মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহŸায়ক হামিদুল হক, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা ইয়াসিন মিঞা ও সন্তোষ গুপ্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, বছর না ঘুরতেই আবারো গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়বে। গ্যাসের মূল্যবৃদ্ধির সাথে সাথে গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া এবং চাল-ডাল-নুন- তেলসহ অন্যান্য পণ্যের দাম নতুন করে বৃদ্ধি পাবে। এতে নিম্নবিত্ত- মধ্যবিত্ত মানুষের জীবনে চরম দুর্যোগ নেমে আসবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই মানুষের দিশেহারা অবস্থা তার ওপর আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সঙ্কটের তীব্রতা আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছিল, যা সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক -বাম মোর্চা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ