Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

৮১ নোবেল জয়ীর সমর্থন

কৃষ্ণাঙ্গদের গুলি করায় পুলিশকে অভিযুক্ত করা উচিত বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানালেন ৮১ জন আমেরিকান নোবেল বিজয়ী। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর দিয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্টকে ‘বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী’ ও ‘সমস্যার সমাধানে বিজ্ঞানের ব্যবহারে অনুরক্ত’ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে এক খোলা চিঠিতে সই করেছেন নোবেল বিজয়ীরা। এই দলে রয়েছেন রসায়ন, চিকিৎসা ও পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীরা। এই করোনা মহামারির মধ্যে এমন বিজ্ঞান অনুরাগী একজন নেতাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার গুরুত্ব তুলে ধরেছেন তারা। চিঠি লেখার পর নোবেল বিজয়ীদের সংগঠিত করেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক প্রতিনিধি ও কংগ্রেসের একমাত্র পদার্থবিদ বিল ফস্টার। নোবেল বিজয়ীরা বলেছেন, ‘বর্তমানে বিজ্ঞানের প্রতি যতোটা বেশি গুরুত্ব দেওয়া দরকার, আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনও ছিল না। দীর্ঘদিন জনসেবার কাজে দায়িত্ব পালনের সময় জো বাইডেন প্রমাণ করেছেন তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার উপলব্ধি দারুণ।’ নোবেল বিজয়ীরা আরও উল্লেখ করেছেন, আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় অবদান রাখার জন্য অভিবাসী লোকজনের প্রতিও তার আলাদা সম্মান রয়েছে।’ চিঠিতে বাইডেনের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়ে তারা বলেছেন, ‘আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানী হিসেবে আমরা জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছি।’ সিএনএন এ খবর জানায়। অপরদিকে রয়টার্সের খবরে বলা হয়, দুই কৃষ্ণাঙ্গ আমেরিকান জ্যাকব ব্লেক ও ব্রেওন্না টেলরকে গুলি করায় পুলিশকে অভিযুক্ত করার আহবান জানালেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লেক ও টেলরকে গুলি করায় পুলিশকে অভিযুক্ত করা উচিত বলে মন্তব্য করেন ডেমোক্রেট দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। রানিং মেটের সঙ্গে একমত কিনা জানতে চাইলে বাইডেন বলেছেন, ‘আমি মনে করি বিচার ব্যবস্থাকে তার নিজের মতো করে চলতে দেওয়া উচিত। তবে সামান্য একটু ভাবলেও আমার মনে হয় তাদের অভিযুক্ত করা প্রয়োজন, কর্মকর্তাদের কথা বলছি।’ বুধবার নিজের শহর উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে বর্ণবাদ বিক্ষোভ নিয়ে এসব কথা বলেন বাইডেন। ২৯ বছর বয়সী ব্লেককে গত ২৩ আগস্ট উইসকনসিনের কেনোশায় পেছন থেকে সাতটি গুলি করে শ্বেতাঙ্গ পুলিশ, তিনি আবার হাঁটতে পারবেন কিনা সংশয় রয়েছে। এখন পর্যন্ত এই অপরাধে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তও স্থগিত আছে। আর গত ১৩ মার্চ কেন্টাকির লুইসভিলেতে এক মাদকবিরোধী অভিযানে নিজ বাসায় মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন টেলর নামের ওই নারী। তাতে করে একজন কর্মকর্তা চাকরি হারিয়েছেন, দুজনকে প্রশাসনিক ছুটি দেওয়া হয়েছে। ওই ঘটনার তদন্ত এখনও চলছে। এদিকে ওরেগনের পোর্টল্যান্ডে কদিন আগে ট্রাম্পের এক সমর্থককে রাস্তায় গুলি করে এক ব্যক্তি। ওই ব্যক্তি বামপন্থি বলে উঠে এসেছে মার্কিন মিডিয়ায়। এই ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আহবান না জানালেও বাইডেন বলেছেন, ‘তাদের উচিত এটা তদন্ত করা এবং যা করা প্রয়োজন তাই করতে হবে। বিচার ব্যবস্থাকে তার আপন গতিতে চলতে দেওয়া উচিত। সুবিচার নিশ্চিত করতে হবে।’ কেনোশায় সফরের একদিন আগে বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়ে কথা বললেন বাইডেন। সহিংস বিক্ষোভের শহরে গিয়ে সবাইকে শান্ত করতে চান তিনি। সেখানে ব্লেকের পরিবারের সঙ্গে বাইডেন দেখা করবেন বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে নির্বাচনী প্রচারণা কর্মকর্তারা। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮১-নোবেল-জয়ী

৪ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ