বিরলে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক আরোহীসহ ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে এক যুবক। নিহতের নাম আল আমীন (২২)। সে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের আয়াজ আলীর পূত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার এসআই দিপন বলেন,
ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত হয়েছে আল আমীন। খবর পেয়ে দূর্ঘটনাস্থলের সিলেট রেলওয়ে থানা পুলিশের একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দিকে উপজেলার উস্তারের ও মোস্তফার সড়কের রেলওয়ের মধ্যেখানে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মৃত্যু হয় আল আমীনের। এই সময় তার দেহ ছিন্নভিন্ন টুকরা রেলওয়ের আশেপাশে পাওয়া যায়। তবে কিভাবে আল আমিন ট্রেনের নিচে কাটা পড়ে সেই তথ্য উদঘাটন হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।