ক্যাপিটল দাঙ্গা বিশ্বব্যাপী চরমপন্থী আন্দোলনের প্রতিচ্ছবি

বর্ণবাদী মতাদর্শে ঐক্যবদ্ধ চরমপন্থীরা বাস্তব এবং অনলাইন সংযোগের জন্য একটি নিরবচ্ছিন্ন ক্ষেত্র তৈরি করেছে, যা
সংযুক্ত আরব আমিরাত এবং দখলদার ইসরাইলের মধ্যে সম্প্রতি সম্পর্ক স্বাভাবিককরণে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নে সহযোগিতা না করতে সৌদি আরব এবং বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি বলেছে, এই চুক্তি ফলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেবে।
হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল (শুক্রবার) সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে যদি সহযোগিতা করা হয় তাহলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা-নির্যাতনের নীতি বাস্তবায়নে সুবিধা পাবে ইসরাইল এবং ফিলিস্তিনি ভূখণ্ডে তারা বেশি অপরাধযজ্ঞ চালাবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে হাজেম কাসেম আরো বলেন, প্রতিটি দেশের উচিত সংযুক্ত আরব আমিরাতকে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বয়কট করা।
এর আগে হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এই সমঝোতা ফিলিস্তিনি জাতির স্বার্থ রক্ষা করবে না। সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনবিরোধী অপরাধযজ্ঞের ‘প্রতিদান’ হিসেবে তেল আবিবের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে বলে তিনি কটাক্ষ করেন।
হামাসের আরেক মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়ে সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি বসিয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।