Inqilab Logo

ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরী

এবার চোর সন্দেহে ভারতে ২ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৬ পিএম

কারণে-অকারণে ভারতের মুসলিমদের পিটিয়ে হত্যা করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেদেশের বিভিন্ন রাজ্যে এধরণের ঘটনা প্রায় ঘটে থাকে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত রাজ্যগুলোতে এধরণের ঘটনা ঘটে।
জানা গেছে, গুজরাটে গাছে বেঁধে পিটিয়ে মেরে ফেলা হলো যুবককে। তখন প্রত্যক্ষদর্শীদের অনেকেই প্রতিবাদ তো দূরের কথা, উল্টো মারধরের ভিডিও করতেই ব্যস্ত ছিলেন। ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বরেলি জেলার একটি গ্রামে ঘটল এই নৃশংস ঘটনা।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানায়, পিটুনিতে নিহত ৩২ বছর বয়সী যুবকের নাম বসিদ খান। চোর সন্দেহে এই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বসিদ খান নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকায় স্থানীয় এক বাসিন্দার মনে হয় ওই ব্যক্তি আসলে চোর। এরপরই বেশ কয়েকজন মিলে বসিদকে ধরে ফেলে।

কেবল সন্দেহের ওপর ভিত্তি করেই বসিদকে গাছে বাঁধা হয়। সঙ্গে চলতে থাকে বেধড়ক মার। যখন সেই মারধর চলছে, তখন ঘটনাস্থলে এসে জড়ো হন অনেকেই।

পুলিশ এসে বসিদকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে এমনিতেই ছেড়ে দেয়। শেষে এক আত্মীয় তাকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালেই মৃত্যু হয় তার।

বসিদের মায়ের অভিযোগ, ‘শুধু মজা পেতেই আমার ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হলো।’

দিনকয়েক আগেই এই বরেলিতেই ঘটেছিল একই রকম ঘটনা। মহিষ চোর সন্দেহে শাহরুখ (২০) নামের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। 

Show all comments
  • Jack Ali ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৪ পিএম says : 0
    O'Allah take revenge against Modi and his BJP party -- they are barbarian -- they are killing our beloved muslim.
    Total Reply(0) Reply
  • ABU ABDULLAH ৭ সেপ্টেম্বর, ২০২০, ১:৩০ পিএম says : 0
    হিন্দু প্রধানমন্ত্রী মোদির কাছে এ গনহত্যার জবাব চাই না হলে বাংলাদেশের মুসলমানেরা মুসলিম হত্যার প্রতিশোধ নেবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ