মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি
ফিলিস্তিন জেরুজালেমে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত বলেছেন, যেসব দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল-কুদসে স্থানান্তর করবে সেসব দেশের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিনের স্বশাসিত সরকার। তিনি রোববার পশ্চিম তীরের রামাল্লায় এ বক্তব্য দেন। এরিকাত বলেন, ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এদিকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মুখপাত্র নাবিল আবু রাদিনা বলেছেন, জেরুজালেম আল-কুদস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পরিচিত, কাজেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই ঐতিহাসিক বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। সার্বিয়া ও কসোভো এমন সময় এ সিদ্ধান্ত নিল যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৭৮ নম্বর প্রস্তাবে জেরুজালেম শহরে যেকোনো কূটনৈতিক দপ্তর খোলা নিষিদ্ধ। আর-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।