Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে বিস্ফোরণে শাহাদাতবরণকারী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করুন

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৮ পিএম

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে শাহাদাতবরণকারী পরিবারগুলোকে জরুরিভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,আলোচনা ও সমালোচনা ভিড়ে শাহাদাত বরণকারীদের শোকসন্তপ্ত পরিবার সমূহকে মানবিক সহযোগিতা প্রদানের অতীব জরুরি বিষয়টি হারিয়ে যাচ্ছে। মসজিদে বিস্ফোরণে শাহাদাতবরণকারীদের পরিবারকে সম্মানজনক আর্থিক সহায়তা প্রদান করা সকলের কর্তব্য। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশে এর উদ্যোগে আজ বিকেলে রাজধানীর চকবাজারে নারায়ণগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে শাহাদাত বরণকারীদের দারাজাত বুলন্দি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দোয়া মাহফিল পূর্ব সভায় মহাসচিব মুফতি মিনহাজ উদ্দীন বলেন, কোন দুর্ঘটনা সংঘটিত হবার পর সর্বপ্রথম যথাসাধ্য সহযোগিতা নিয়ে হতাহতদের পাশে দাঁড়ানো উচিত। শোকসন্তপ্ত পরিবার সমূহের প্রতি আন্তরিকতা ও গভীর সমবেদনা জানানো দরকার। উক্ত দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের মসজিদ সমূহে অযাচিত হয়রানি যেন না হয় সে ব্যাপারে সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, এমনটি হলে জনগন তা মেনে নেবে না। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন ফিরোজী,সিনিয়র সহ সভাপতি পীরে কামেল মাওলানা নূরুদ্দীন লাহুরী , সাংগঠনিক সম্পাদক মাওলানা তাসলীম আহমদ যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামসুল হক জাহিদ আলম, মাওলানা আলমগীর, মুফতি রহমতুল্লাহ আরাবী, মাওলানা মাহফুজ, মাওলানা মনিরুজ্জামান ও মাওলানা আশরাফুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ