Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

আবারও বিপর্যস্ত উপকূল

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

আম্ফানের তান্ডবের পর সরকারি এবং বেসরকারি সহয়তায় উপকূলের জনগণ নিজেদের ভাগ্য পরিবর্তনে গুটি গুটি পায়ে সামনে পথ চলছিল। প্রশাসনের নজরদারিতে তারা কেউ কেউ জীবনকে আগের মতই দাঁড় করিয়ে ফেলেছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলে সৃষ্ট দুর্যোগে আবারো তারা বিপর্যয়ের মুখে পড়েছে । বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা বৃষ্টি এবং জোয়ারের ফলে আবারও উপকূলের বিস্তীর্ণ অঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনির প্রায় ৬০টি গ্রামের লাখো মানুষ আজ পানিবন্দি। আম্ফানের তান্ডবে ধ্বংস প্রাপ্ত বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন নিয়ম করে দুইবেলা জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, চিংড়ির ঘের, উৎপাদিত ফসল ইত্যাদি। ফলে সাধারণ জনজীবনে দুর্ভোগ কিছুতেই পিছু ছাড়ছে না। কিছু কিছু অঞ্চলে ভাটায় পানি কিছুটা কমলেও দেখা যায় কদর্মাক্ত থাকায় কোনো কাজই সাধারণভাবে সমাধা করা যাচ্ছে না। পানিবন্দি এই সময়ে কোনো ধরনের কাজের সুযোগ না থাকায় উপকূলের হাজারো জনগণ আজ অনাহারে বা অর্ধাহারে দিনানিপাত করছে। অনেকে রান্না করার মতো জায়গাও তারা পাচ্ছে না। নারী এবং শিশুরা প্রতিনিয়ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় প্রশাসন এবং বিভিন্ন সাহায্য সংস্থার পক্ষ থেকে অসহায় উপকূলবাসীদের দাঁড়িয়ে সহযোগিতার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি।

মো. আফসারুল আলম মামুন
শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন