বিরলে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক আরোহীসহ ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত
রাজশাহীর বাঘায় নিখোঁজের পরদিন ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্যাঙগাড়ি শিমুলতলা খেয়াঘাট এলাকা থেকে আজ দুপুরে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার একই উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিকটবর্তী সরেরহাট খেয়াঘাট এলাকার পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ৭ বছর বয়সের শিশু রিমন হোসেন। তার নিজ বাড়ি বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামে। পিতার নাম আবুল কালাম ওরফে কালু।
বৃহস্পতিবার বিকেলে নিখোঁজের পর বাঘা ফায়ার সার্ভিসের টিম ও রাজশাহীর ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। শুক্রবার ব্যাঙগাড়ি শিমুল তলা খেয়াঘাট এলাকায় শিশু রিমনের লাশ ভাসতে দেখে থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, শিশুর লাশ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।