করোনা সঙ্কটে মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার প্রয়াসে আ.লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তত্বাবধানে কোভিট-১৯ মোকাবেলায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এক আলোচনা সভার মধ্যদিয়ে এ চিকিৎসা সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নূর রিফফাত আরার কাছে হস্তান্তর করেন। এ সময় আ.লীগ এবং ত্রাণ ও সমাজ কল্যাণ কমিটির পক্ষে ডা. নন্দলাল সূত্রধর উপস্থিত ছিলেন। চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে বিশেষ সুবিধা সম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের জন্য উন্নতমানের পিপিই, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবানসহ নানাবিধ সামগ্রী।