একই রঙের পাঞ্জাবি পরে ‘পাঞ্জাবি’ প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া
চট্টগ্রামে নতুন করে আরো ৫১ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৮ জন। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা ৬২৪ জনের। মারা গেছেন আরো একজন। সুস্থ হয়েছেন ৮৮ জন।
রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৬১ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের সংক্রমণ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ পাওয়া গেছে ২৬ জনের। শেভরন ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৭ হাজার ৮৫০। মারা গেছেন ২৭৯ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯১৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।