Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাইডেনের প্রচারণায় এক শ’ মিলিয়ন ডলার ব্লু মবার্গের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বিবেচিত ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালানোর জন্য ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের তহবিলে একশো মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন মাইক ব্লু মবার্গ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। ফ্লোরিডাকে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ‘ব্যাটলগ্রাউন্ড’ বলা হয়। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন, এই রাজ্যটিতে তা আছে উল্লেখযোগ্য সংখ্যক। এদিকে তহবিল সংগ্রহে বাইডেনের চেয়ে পিছিয়ে থাকায় উদ্বিগ্ন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শিবির। তবে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এক সময় এই বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন মাইক ব্লু মবার্গ। প্রেসিডেন্সিয়াল বিতর্কে একশো কোটি মার্কিন ডলার খরচ করেও তিনি মনোনয়ন পাননি। ২৪ সেপ্টেম্বর আগাম ভোট শুরুর আগে ফ্লোরিডায় নিজের গাঁটের টাকা খরচ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মেইল-ইন-ভোটিংয়ের কারণে (ডাকযোগে ভোট প্রদান) ফ্লোরিডায় আগেই শুরু হচ্ছে ভোটগ্রহণ কার্যক্রম। তাই নভেম্বরের ৩ তারিখ আনুষ্ঠানিক ভোট হলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০১৬ সালের তুলনায় এবার ফ্লোরিডায় দ্বিগুণ মানুষ এই মেইল-ইন পদ্ধতির মাধ্যমে ভোট দেবেন বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ভোট পেতে হয়। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে। তবে এ তালিকায় ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের পর সর্বাধিক ইলেকটোরাল ভোট রয়েছে ফ্লোরিডায়। ক্যালিফোর্নিয়ায় ইলেকটোরাল কলেজের সংখ্যা ৫৫টি। দ্বিতীয় স্থানে থাকা টেক্সাসে রয়েছে ৩৮টি। এরপর ফ্লোরিডায় এই সংখ্যা ২৯। রাজ্যটিতে ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান কোনো দলেরই একাধিপত্য নেই। এ জন্যই এটি ব্যাটলগ্রাউন্ড। ২০১২ নির্বাচনে ওবামা এখানে জয় পেলেও ২০১৬ তে জয় পেয়েছিলেন ট্রাম্প। মার্কিন নির্বাচনে সরাসরি ভোট হলেও প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের এখতিয়ার ভোটারদের নেই। তারা ম‚লত পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেয়ার মধ্য দিয়ে একটি নির্বাচকমন্ডলীকে নির্বাচিত করেন। ইলেকটোরাল কলেজ নামের এই নির্বাচকমন্ডলী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের কাজটি করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ