Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতীয় গুলিতে আজাদ কাশ্মীরে কিশোরী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর অঞ্চলে ভারতীয় বাহিনীর গুলিতে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত ও আরো চার গ্রামবাসী গুরুতর আহত হয়েছে। রোববার পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানীতে দ‚রপাল্লার অস্ত্র দিয়ে গুলি ছোঁড়ে। একই সঙ্গে তারা কামানের গোলাও বর্ষণ করে। শুক্রবার রাতে তারা নিয়ন্ত্রণ রেখার কাছে হটস্প্রিং ও রাখচিরাই গ্রামকে টার্গেট করে। সেনাবাহিনী আরো জানায় যে আহতদের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছে। ভারতীয় গুলির পাল্টা জবাবও দেয়া হয়েছে বলে সেনাবাহিনী উল্লেখ করে। এই ঘটনা প্রতিবাদে ভারতীয় ক‚টনীতিককে তলব করে পাকিস্তান পররাষ্ট্র দফতর। গত জুনে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার গ্রামবাসীকে হত্যার জন্য ভারতীয় সেনাদের দায়ি করে ইসলামাবাদ। আরব নিউজ, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরী-নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ