Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭, ০৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

সুস্থ আছেন ডিপজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১১ পিএম

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজল এখন পুরোপুরি সুস্থ আছেন। গতকাল তার পিঠের নিচে উঠা ফোঁড়ার ছোট্ট একটি অপারেশন হয়। বেশ কিছুদিন ধরে ফোঁড়ার ব্যাথা অনুভব করছিলেন তিনি। ব্যাথা বেড়ে গেলে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসক ফোঁড়াটির অপারেশন করে অপসারণ করেন। এ নিয়ে কিছু কিছু সংবাদ মাধ্যমে সংবাদও পরিবেশিত হয়। এতে তার অসুস্থতা নিয়ে চলচ্চিত্রাঙ্গণের লোকজন বেশ উৎকণ্ঠিত হয়ে ওঠেন। তবে ডিপজল জানিয়েছেন, ফোঁড়াটি পেকে ব্যাথা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলাম। এখন অপারেশন শেষে ভাল আছি। আমার আর কোনো সমস্যা নেই। তিনি বলেন, আমার অসুস্থতা নিয়ে চলচ্চিত্রের আপনজনদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমি সবাইকে আশ্বস্থ করছি, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তাদের এবং আমার ভক্তদের ভালবাসা ও দোয়ায় ভাল আছি। তিনি বলেন, আমি সবসময়ই আমার সাধ্যমতো চলচ্চিত্রের মানুষের পাশে আছি এবং আজীবন থাকব। তারা আমার পরিবারের মতো, আপনজন। আমি সবসময়ই তাদের খোঁজ-খবর রাখতে চেষ্টা করি। তারাও আমার খোঁজ-খবর নেন। ডিপজল বলেন, আমি সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভাল থাকি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

২৪ সেপ্টেম্বর, ২০২০
২০ সেপ্টেম্বর, ২০২০
১৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ