পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশের বিল পাস সংসদে

মহামারী পরিস্থিতির পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবারের করা আবেদনে অনুমোদন দেন।
এরআগে আইন মন্ত্রণালয়ও খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর মত দিয়েছিল। শর্ত অনুযায়ী খালেদা জিয়া এ সময়ে বিদেশ যেতে পারবেন না।
সরকারের নির্বাহী আদেশে গত ২৫শে মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। যার মেয়াদ ২৪শে সেপ্টেম্বর শেষ হবে। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া এখন গুলশানে তাঁর ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।