Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনাথের প্রতি মেহবুবা মুফতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসুন

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। সোমবার তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য এধরনের আলোচনার প্রয়োজন রয়েছে। জম্মু-কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি রাজনাথ সিংয়ের প্রতি আহ্বান জানান। সরকারি এক মুখপাত্র জানান, ২০০৩ সালে অটল বিহারি এনডিএ সরকারের প্রধান অটল বিহারি বাজপেয়ি যে ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সে ভাবেই আস্থা প্রতিষ্ঠা ও শান্তি প্রক্রিয়ার জন্য আলোচনা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, সংলাপ ও শান্তি প্রক্রিয়া অব্যাহত রেখে জম্মু-কাশ্মীরকে দু’দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনে পরিণত করতে হবে। তিনি বলেন, শুধু বন্ধুত্বই নয়, উপমহাদেশে শান্তি ফিরিয়ে আনতে আমাদের আলোচনা শুরু করতে হবে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনাথের প্রতি মেহবুবা মুফতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ