Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাউজানে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তের হানা কুপিয়ে আহত করেছে ৪ নারীকে

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ পিএম

চট্টগ্রামের রাউজানে দূবৃত্তের হামলায় ৪ নারী গুরুতর আহত হয়েছে। ১৫ সেপ্টম্বর মঙ্গলবার রাতে প্রবাসীর স্ত্রী ঘরে চুরি করতে ঢুকে গৃহবধু রীমা আকতার (২৮) সহ তিন নারীকে কুপিয়ে গুরুতর আহত করে ওই দুর্বৃত্ত। হামলায় গুরুতর আহত চার নারীকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূর মামা শশুর মাহবুল আলম বলেন, ঘটনার রাতে ওই দুর্বৃত্ত ঘরের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশের পর ওই গৃহবধূ রীমার কক্ষে প্রবেশ করে। রুমে পুরুষ লোক অবস্থান করছে তা টের পেয়ে গৃহবধূ চিৎকার করে উঠেন। এ সময় দুর্বৃত্তের হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে মুখের একপাশ থেঁতলে যায়। আহত গৃহবধূর চিৎকারে পাশের কক্ষে থাকা তার ননদ জেসমিন আকতার (১৮), শাহানুর আকতার (৩০) ও ভাগ্নির দেবরের মেয়ে নয়নতারা (১০) ঘুম থেকে জেগে উঠে ঘরে রীমার কক্ষে যাওয়ার চেষ্টা করতেই দুর্বৃত্ত তাদের কক্ষে গিয়ে তাদেরও হাতুড়িপেটা করে। এতে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে অজ্ঞান হয়। এমন অবস্থায় আহত গৃহবধূ নিজের কক্ষে ভিতর থেকে হুঁক দিয়ে আটকে হাতের কাছে থাকা মোবাইল ফোনে ঘটনাটি আমাদের জানিয়ে তাদের উদ্ধার করতে আকুতি জানায়। ফোন পেয়ে আমরা সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার করা শুরু করলে ঘরে আক্রমণকারী দুর্বৃত্ত দ্রুত বের হয়ে পালিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সকালে ঘটনা তদন্তে একজন উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা মামলা নিয়ে আসলে তা রেকর্ড করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ