Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭, ০২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

টানা এক সপ্তাহ বাদে মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল

আক্রান্তের সংখ্যা কিছুটা কমল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ এএম

করোনা সংক্রমনের সংখ্যা সরকারী হিসেবে কিছুটা হ্রাস পেলেও টানা এক সপ্তাহ পরে মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে বরগুনা ও পিরোজপুরে আরো দুজনের মৃত্যুর ফলে দক্ষিণাঞ্চলে মোট সংখ্যাটা ১৬৮’তে উন্নীত হল। এসময়ে নতুন করে ২১ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমন চিঞ্হিত হওয়ায় দক্ষিণাঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৪ জনে উন্নীত হল। নতুন দুজনের মৃতুর ফলে দক্ষিণাঞ্চলে মৃত্যুহার বেড়ে দাড়িয়েছে। ২.০৮%-এ।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালী ও ঝালকাঠীতে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও বরিশাল সহ অন্য ৪টি জেলাতে তা হ্রাস পেয়েছে। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসবনুযায়ী ২৪ ঘন্টায় নতুন ৪৯ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৮৭৫ জন। সুস্থতার হার ৮৫.১৫% বলে জানা গেছে।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ২৮২ জনের নমুনা পরিক্ষায় ২৩ জনের দেহে করেনা পিজিটিভ সনাক্ত হলেও ভোলা জেলা হাসপাতালের ল্যাবে ১৮ জনের মধ্যে কারো দেহে করেনা সনাক্ত হয়নি। এপর্যন্ত দক্ষিণাঞ্চলে সনাক্তের হার ১৭.৮৩%।
বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পিরোজপুরে নতুনকরে ১০ জন আক্রান্ত ছাড়াও একজনের মৃত্যু হয়েছে। তবে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আক্রান্ত ঐ ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র বলা হয়েছে। এনিয়ে জেলাটিতে ১,০৪৭ জন আক্রান্তের মধ্যে ২৩ জনের মৃত্যু হল। পিরোজপুরে আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। বরগুনাতে গত ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্তের খবর না থাকলেও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক জনের মৃত্যু ঘটেছে। এনিয়ে জেলাটিতে ৮৯২ জন আক্রান্তের মধ্যে ২০ জনের মৃত্যু হল।
অপরদিকে পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১ থেকে ৬জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১,৩৭৩ জন আক্রান্তের মধ্যে ৩৭ জনের মৃত্যু ঘটেছে। ঝালকাঠীতে আগের দিন কোন আক্রান্তের খবর না থাকলেও বৃহস্পতিবার একজনের দেহে করেনা সংক্রমণ চিঞ্হিত হয়েছে। এনিয়ে জেলাটিতে ৬৮৩ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশালে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ৭ থেকে ৪ জনে হ্রাস পেয়েছে। জেলাটিতে মঙ্গলবারে আক্রান্তের সংখ্যা ছিল ১৫। বরিশালে এ পর্যন্ত ৩,৩৭৩ জন আক্রান্তের মধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে। দ্বীপজেলা ভোলাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৮ জন থেকে বৃহস্পতিবারে শূণ্যের কোঠায় নেমে এসছে। জেলাটিতে এপর্যন্ত ৭০৬ জন আক্রান্তের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে মৃত্যুহার এখনো আক্রান্তের তুলনায় ১%-এরও নিচে।
এদিকে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে ৩৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এসময়ে করেনা ওয়ার্ডে আরো ২৩ জন ছাড়াও আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন ৯জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন