শেষ সময়ে জমে উঠেছে টাঙ্গাইল পৌরসভা নির্বাচন

আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভা নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ধামরাই পৌরশহরের মডেল টাউন এলাকা থেকে একটি বাসার গ্যারেজে গেইটয়ের তালা ভেঙ্গে বুধবার রাতে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে মোটর সাইকেলের স্বত্ত্বাধীকারি আজ বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । থানার এসআই আবুল খায়ের মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি এখনো উদ্ধার করতে পারেনি।
জানা গেছে, পৌরশহরের মডেল টাউনে এলাকায় মৃত প্রফেসর মাহবুবুর রহমানের ছেলে মোমেনুর রহমান তার সুজুকি জিক্সার মোটর সাইকেলটি প্রতিদিনের ন্যায় রাতে বাসায় সাথেই গ্যারেজের ভেতরে তালা দিয়ে রাখে। সকালে উঠে দেখে গ্যারেজে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে মোটর সাইকেটি নিয়ে গেছে।
এব্যাপারে মোমেনুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।