Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নান্দাইলে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫৬ পিএম

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চন্ডীপাশা মোড় নামক বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকান ঘর ভস্মীভুত হয়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগণ জানান। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে চন্ডীপাশা মোড় বাজারের আবুল হাসেমের মার্কেটের এই অগ্নিকান্ড ঘটে। এসময় আগুন শিখা উপরে উঠতে দেখে বাজারের নিরাপত্তা বাহিনীর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে›ন্স স্টেশনের লোকজনকে খবর দিলে অনেক পর চেষ্ঠার তারা আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এরমধ্যই আগুন সর্বদিকে ছড়িয়ে পড়লে ৮টি দোকান ঘর ভস্মীভূত হয়। যার ফলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে ৮টি দোকান ঘরের মধ্যে ছিলো, ধান-চাউলের ঘর, ঔষধের ফার্মেসী, টিভি-ফ্রিজের শোরুম, গ্যাসের সিলিন্ডার, ডেকোরেটর সামগ্রী ও মুদির দোকান। নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মালেক জানান, উক্ত অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে তাদের দুটি ইউনিট কাজ করতে হয়েছে। তবে সার্ভিসের কর্মকর্তাদের ধারনা করছেন বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমেই এই অগ্নিকান্ডের সূত্র পাত হয়। অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া সংশ্লিষ্ট ওর্য়াডের কাউন্সিলর শাহ আরম হেলিম মাহিন ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ