Inqilab Logo

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮, ২৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কেশবপুরে সাপের ছোবলে ভাই-বোনের মৃত্যু

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের কেশবপুরে সাপের ছোবলে আপন দুই শিশু ভাই বোনের মৃত্যু হয়েছে সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায়। তাদের নাম আফিয়া খাতুন (১০) ও আবদুস সালাম (৬)। হতভাগ্য শিশু দুটি হাড়িয়াঘোপ গ্রামের রেজওয়ান খানের সন্তান। জানা যায়, সালাম স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল ও তার বোন আফিয়া খাতুন পঞ্চম শ্রেণির ছাত্রী।
গ্রামবাসী সূত্র জানায়, রাত তিনটার দিকে শিশু দুটি একসাথে ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় দু’জনকেই বিষধর সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওঝাদের দিয়ে দু’জনকে সুস্থ করার চেষ্টা করে পরিবারটি। পরে মঙ্গলবার সকালে তাদের কেশবপুর শহরে এনে ‘মাতৃমঙ্গল’ নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি। কেশবপুর থানার পুলিশের অফিসার ইনচার্জ জানান, ‘শুনেছি হাড়িয়াঘোপ গ্রামে সাপের কামড়ে দুটি শিশু মারা গেছে। তবে কেউ বিষয়টি থানায় জানায়নি।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেশবপুরে সাপের ছোবলে ভাই-বোনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ