Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিক্ষাবৃত্তির অপরাধে ৪শ’ ৫০ ভারতীয় আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সউদী আরবে ভিক্ষাবৃত্তির অপরাধে ৪৫০ জন ভারতীয়কে আটক করা হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে চাকরি হারিয়ে এসব ব্যক্তি ভিক্ষায় নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া ওই ব্যক্তিরা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কাশ্মীর, বিহার, দিল্লি, রাজস্থান, কর্নাটক, হরিয়ানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের বাসিন্দা। কিন্তু তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা ভিক্ষায় নামতে বাধ্য হন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ ওই ব্যক্তিদের চিহ্নিত করছে। তাদের একমাত্র অপরাধ হচ্ছে ভিক্ষা করা। আটকের পর ওই ব্যক্তিদের জেদ্দার শুমাইসি বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। বন্দিশিবিরে নিয়ে যাওয়া ভারতীয়দের মধ্যে ৩৯জন উত্তরপ্রদেশ, ১০ জন বিহার, পাঁচজন তেলেঙ্গানা, চারজন করে মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরের এবং কর্নাটকের ও অন্ধ্রপ্রদেশের একজন করে। কয়েকজন কর্মী বলেন, আমরা অসহায় হয়ে পড়েছিলাম। তবে কোনও অপরাধ করিনি। আমরা ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। কারণ আমাদের চাকরি ছিল না। এখন আমরা বন্দিশিবিরে হতাশায় আছি। অন্যরা বলেন, তারা চার মাস ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার কর্মীদের তাদের নিজ নিজ দেশের কর্তৃপক্ষ দেশে ফিরিয়ে নিয়েছে। কিন্তু আমরা এখানে আটকা পড়ে আছি। টিওআই।



 

Show all comments
  • ash ২১ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৭ এএম says : 0
    KHOYRATI INDIA
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়-আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ