Inqilab Logo

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

অ্যাটর্নি জেনারেলের করোনা নেগেটিভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলমের করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। তবে এখনও তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে রয়েছেন। গতকাল মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল করোনামুক্ত হয়েছেন। এখন আগের চেয়ে ভালো আছেন। সকালে নাস্তা করেছেন। ছেলে- মেয়েরা তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দেশবাসীর কাছেও জনাব মাহবুবে আলমের জন্য দোয়া চাইছি।

উল্লেখ্য, করোনা পজেটিভ হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ