Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৭ পিএম

সাতক্ষীরায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) পৃথক পৃথক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন,
তালা উপজেলার কোমরখালি গ্রামের অতুল ঘোষের ছেলে অমল ঘোষ (৬০),
একই উপজেলার নগরঘাটা গ্রামের মোবারক আলীর ছেলে ইসাহাক আলী (৭০) ও সদর উপজেলার কামার বায়সা গ্রামের বাদল সরদারের ছেলে আখের আলী (৬৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিরা জ্বর,সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে, একদিনে তিনজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ