Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩৩২ জনের সঙ্গে যৌন অপরাধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

১৫৬টি যৌন অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার জোসুয়াহ টেইলর ব্রাডশোকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। মোট ৩৩২ জনের সঙ্গে যৌন অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। কর্মকর্তারা জানতেন ব্রাডশো নর্থ ক্যারোলিনা ছেড়ে পালিয়ে গেছেন। ইটা থেকে তাকে আটক করে এফবিআই। শিশুদের সঙ্গে যৌন অপরাধ সংঘটিত করার ১২টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অল্প বয়সীদের সঙ্গে আরও ১২টি যৌন অপরাধের অভিযোগ রয়েছে। কিশোরীর সঙ্গে দ্বিতীয় ধাপের যৌন অপরাধের ১৪৪টি অভিযোগ রয়েছে। এছাড়া তৃতীয় মাত্রার যৌন অপরাধের এ রকম আরও ১৪৪টি অভিযোগ রয়েছে। আর সবগুলো ঘটনার পেছনের ব্যক্তি একজনই। সরকারি কর্মকর্তারা বলেছেন, তদন্ত এখনো অব্যাহত আছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তার শুনানির সময় নির্ধারিত আছে। ডাব্লিউআরএএল ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন-অপরাধ

২২ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ