Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে ৭৪ প্রাইমারি স্কুলে শহীদ মিনার নির্মাণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের উদ্যেগে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
জানা যায়, গত ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, নির্মাণ, মেরামত ও অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ আসে। এরমধ্যে ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটির অনুকুলে ২ লক্ষ টাকা এবং ৪৪টি বিদ্যালয়ের প্রতিটির অনুকুলে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। করোনার কারণে নির্ধারিত সময়ে কাজ আরম্ভ না হলেও পরবর্তী কাজ করার জন্য অর্থ ছাড় দেন শিক্ষা অফিসার। বিভিন্ন জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কোমলমতি শিশুরা যাতে শ্রদ্ধা অর্পন করতে পারে ও দিবসটির তাৎপর্য উপলব্ধি করতে পারে সে দৃষ্টিকোন থেকে যে প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেখানে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। সে হিসেব মোতাবেক ৭৪টি বিদ্যালয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ হচ্ছে। বাকি ৩৪টি বিদ্যালয়ের মেরামত কাজ হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসারের এ উদ্যোগ সচেতন মহলে ব্যাপক প্রশংসনীয় হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতি উল্লিখিত অর্থ দিয়ে শহীদ মিনার নির্মাণের কাজ করছেন। ইতোমধ্যেই অনেক প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি প্রতিষ্ঠানের কাজও এ সপ্তাহের মধ্যেই শেষ হবে। সহকারী শিক্ষা অফিসাররা এ কাজগুলোর তদারকি করছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এ কে এম হারুন-উর রশিদ জানান, শহীদ মিনার নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। সামান্য কয়েকটি বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ বাকি থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে তা শেষ হবে। এরপর আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ