Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা আক্রান্ত ৫৫ লাখ ছাড়াল ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩১ পিএম

বর্তমান বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ভারতের মানুষ। সে দেশের প্রতিদিন গড়ে ৭০-৭৫ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যু হচ্ছে শত শত মানুষের। এ নিয়ে বেকায়দায় আছে মোদি সরকার।
এদিকে সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে আরও ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে। করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আগে থেকেই দ্বিতীয়স্থানে ভারত।
চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৩ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনে। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ।
এদিকে, চব্বিশ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৮ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।
সুস্থ ও মৃত্যু বাদ দিলে ভারতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৮৬১ জন, যা মোট আক্রান্তের ১৭.৫৪ শতাংশ।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখে পৌঁছায় গত ৭ আগস্ট, ৩০ লাখে পৌঁছায় ২৩ আগস্ট; আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছিল ৫ সেপ্টেম্বর, এর এগারোদিনের মাথায় আক্রান্ত অর্ধকোটি ছাড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ