Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেকর্ড সৃষ্টি করলেন জেন্ডায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

৭২তম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অভিনেত্রী জেন্ডায়া এক নতুন রেকর্ড সৃষ্টি করলেন। এইচবিও’র ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনয় করে তিনি ড্রামাতে কেন্দ্রীয় অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন, এই বিভাগে এমির ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ অভিনেত্রী। ২৪ বছর বয়সী অভিনেত্রীটির সঙ্গে একটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন- অলিভিয়া কোলম্যান (‘দ্য ক্রাউন’), জেনিফার অ্যানিস্টন (‘দ্য মর্নিং শো’), লরা লিনি (‘ওজার্ক’), স্যান্ড্রা ও (‘কিলিং ইভ’) এবং জোডি কামার (‘কিলিং ইভ’) ‘ইউফোরিয়া’তে জেন্ডায়া র্যু বেনেট নামে নেশাসক্ত এক হাইস্কুল শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন। “আমি টিভি অ্যাকাডেমিকে কৃতজ্ঞতা জানাতে চাই, আর এই বিভাগে অসাধারণ যে নারীরা মনোনয়ন পেয়েছেন তাদেরও। আমার পরিবার আর টিমকেও ধন্যবাদ জানাচ্ছি, পাশে থাকার জন্য ধন্যবাদ। এটি অবিশ্বাস্য। আমি সাধারণত কাঁদি না,” তিনি বলেন। তিনি সিরিজের স্রষ্টা স্যাম লেভিনসন সহ সবাইকে ধন্যবাদ জানান। “আমি এটি ‘ইউফোরিয়া’র অতুলনীয় কাস্টকে উৎসর্গ করছি। প্রতিদিন আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। কৃতজ্ঞতা জানাচ্ছ স্যাম লেভিনসনকে। আমি আর চরিত্র র্যুর জন্য কৃতজ্ঞ। আমার প্রতি আস্থা রেখেছিলেন বলে তাকে ধন্যবাদ,” জেন্ডায়া বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ