Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭, ০২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

প্রধানমন্ত্রীর জন্মদিন কাল থেকে শুরু হবে সিলেট যুবলীগের ৪ দিনের কর্মসূচি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার পর সিলেট জেলার আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। একই দিন জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা নগরীর কালেক্টরেট মসজিদে দোয়া মাহফিল ও রান্না করা খাবার করা হবে বিতরণ। ২৬ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার সহ উপজেলায় ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষের মাঝ রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর রোববার শুভেচ্ছা স্বরূপ বৃক্ষরোপণ, ২৮ সেপ্টেম্বর দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। বাদ মাগবির সিলেটের বিভিন্ন পয়েন্টে প্রধানমন্ত্রীর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে। উক্ত কর্মসুচী গুলোতে জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দের উপস্থিত ও জেলা আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচীতে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সেক্রেটারী মো. শামীম আহমদ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ