Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৬ নাটক নিয়ে আর এইচ সোহেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

আর এইচ সোহেল একাধারে প্রযোজক এবং পরিচালক। গত ঈদে ২৯টি নাটক বানিয়ে বেশ আলোচিত হন তিনি। নতুন করে তিনি ১৬টি নাটক নির্মাণ করতে যাচ্ছেন। এগুলোর মধ্যে মধ্যে ঢাকা কেন্দ্রিক নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। বর্তমানে কিছু নাটকের কাজ চলছে শ্রীমঙ্গলে। সোহেল বলেন, ‘যেহেতু নাটকের সংকট ছিল, তাই ঈদে বানানো আমার কোন নাটকই আটকে থাকেনি। সবগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এখন নতুন ১৬টি নাটকের কাজে হাতে দিয়েছি। এট ঠিক, এক ঘন্টার নাটক বানিয়ে লাভ করা যায়না, তারপরও আমি বানাচ্ছি। কারণ, আমার নেশা নতুন পরিচালক ও শিল্পী আবিষ্কার করা। অনেক পরিচালক শিল্পীর অভিষেক হচ্ছে আমার নাটক দিয়ে। আমি পরিচালকদের নতুন শিল্পী নিয়ে কাজ করতে বলি, ফলে নতুন শিল্পীরা সুযোগ পাচ্ছে আমার প্রযোজিত নাটকগুলোতে। তারাও হয়ত একদিন অনেক বড় পরিচালক হবে। এখানেই আমার ভাল লাগা। সামনে সিনেমা বানানোর পরিকল্পনা আছে আমার। আরএইচ সাহেলের প্রযোজনায় নতুন নাটকগুলোর মধ্যে তিনটি পরিচালনা করেছেন সঞ্জয় বড়–য়া। এর মধ্যে ‘বেশি ভাল ভাল না’ এবং ‘ঝগরাটে বউ’ নাটক দুটি সঞ্জয় বড়–য়া নিজেই লিখেছেন এবং ‘মাইন্ড গেম’ নামের বাকি নাটকটি লিখেছেন অনামিকা মন্ডল। অনুপ বালার রচনায় দুটি নাটক পরিচালনা করেছেন এসআই সোহেল। নাটক দুটি হল ‘মেঘে মেঘে অনেক বেলা’ ও ‘সম্পর্ক’। জুয়েল এলিনের রচনায় ‘তেরেকেটেমারেগামা’ নামের একটি নাটক পরিচালনা করেছেন রতন হাসান। শফিকুর রহমান শান্তুনুর রচনায় ‘আমি খুব বিরক্ত’ নামের একটি নাটক পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। সোহেলের প্রযোজনায় আরও কিছু নাটক পরিচালনা করবেন ইমরাউল রাফাত, ইমদাদুল হক ও শাহিন স্বাধীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ