Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল্লামা শফী (রহ.) ইন্তেকালে মুসলিম উম্মাহ দরদী একজন অভিভাবক হারিয়েছে

বিভিন্ন ইসলামী দলের দোয়া মাহফিলে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৯ পিএম | আপডেট : ৯:০৬ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আল্লামা আহমদ শফীর ইন্তেকালে মুসলিম উম্মাহ দরদী একজন অভিভাবক হারিয়েছে। মুসলিম উম্মাহর একজন খাঁটি রাহবার ছিলেন আল্লামা শফী (রহ.)। আল্লামা শাহ আহমদ শফী (রহ.) আমাদের অভিভাবক ছিলেন। তিনি আমৃত্যু দ্বীন ইসলামের বহুমুখী খেদমত আন্জাম দিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে আল্লাহ শাহ আহমদ শফীর (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ : আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর স্মরণে ইমামদের সংগঠন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের ঢাকার চকবাজারস্থ মিলনায়তনে আজ এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব আলোচনায় বক্তারা আল্লামা শাহ আহমদ শফী (রহ.) মুসলিম উম্মাহর একজন রাহবার ছিলেন। ইসলাম ও দ্বীনের প্রচার প্রসারে আল্লামা আহমদ শফী (রহ.) সারা জীবন ত্যাগ স্বীকার করে গেছেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি ক্বারি আবুল হোসেন। উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, নির্বাহী সভাপতি মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী,মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি তাসলিম আহমদ, মাওলানা জাহিদ আলম, মাওলানা জুবায়ের আহমদ কাসেমী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা শামসুল হক ওসমানী, মাওলানা হামিদুল হক, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা এমদাদুল হক।
হেফাজতে ইসলাম বাংলাদেশ মদিনা মোনাওয়ারা শাখা : হেফাজতে ইসলাম বাংলাদেশ মদিনা মোনাওয়ারা শাখার উদ্যোগে বুধবার বাদ মাগরিব মদিনায় মসজিদে নববীতে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান মাদানী, মাওলানা মিছবাহুজ্জামান, হাফিজ শহীর উদ্দীন,হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, মাওলানা আজিমুল ইসলাম সেলিমসহ দেশ-বিদেশের মুসল্লিরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, আল্লামা আহমদ শফীর ইন্তেকালে মুসলিম উম্মাহ দরদী একজন অভিভাবক হারিয়েছে।


হেফাজতে ইসলাম বাংলাদেশ মদিনা মোনাওয়ারা শাখাআল্লামা শাহ আহমদ শফী (রহ.) আমাদের অভিভাবক ছিলেন। তিনি আমৃত্যু দ্বীন ইসলামের বহুমুখী খেদমত আন্জাম দিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাহাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাক্বাম দান করুন। আমীন! ইসলামী ছাত্র সমাজ : আজ বাদ মাগরিব যাত্রাবাড়ীতে ইসলামী ছাত্র সমাজের উদ্যোগে আল্লামা শফীর স্মরণে আলোচানা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশিদ মজুমদার। সংগঠনের সভাপতি জাবের হোসাইনের সভাপতিত্বে ও মো. আতাউর রহমান জিহাদীর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মুফতি জিয়াউল হক মজুমদার, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুহাম্মদ আব্দুল কাইয়ূম, ছাত্র সমাজের সাবেক সভাপতি হাফেজ নূরুজ্জামান, মুফতি মুশফিকুর রহমান ইনসাফী, আবুল হাসেম শাহী। এতে আল্লামা শফীর রূহের মাগফিরাত কামনা করেন দোয়া করা হয়। সাভার কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম: আল্লামা শফীর স্মরণে আজ বৃহস্পতিবার এক দোয়া মাহফিলে মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সভার উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। মুফতি আহসান মাহবুবের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, মুফতি শামিম আহমাদ কাসেমী, মাওলানা আলী আযম, পিএটিসি জামে মসজিদের খতীব মাওলানা আশরাফুজ্জামান, মুফতি আলী আকরাম, মুফতি আব্দুল্লাহ, মুফতি সুহাইল আহমাদ। এতে আল্লামা শফীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ