Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়ার বিরোধী রাজনীতিক নাভালনির ব্যাংক অ্যাকাউন্ট ও অ্যাপার্টমেন্ট জব্দ করলো ক্রেমলিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৬:১০ পিএম

রাশিয়ার বিরোধী রাজনীতিক নাভালনির ব্যাংক অ্যাকাউন্ট ও অ্যাপার্টমেন্ট জব্দ করেছে ক্রেমলিন।নাভালনির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত ও তার মস্কোর অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিস জানান, জার্মানির হাসপাতালে ২৪দিন চিকিৎসাধীন থেকে সম্প্রতি নাভালনি সুস্থ হওয়ার পর এই খবর পান তারা। মুখপাত্র বলেন, ‘গত ২৭ আগস্ট মস্কোর স্কুলচাইল্ড ক্যাটারিং কোম্পানির দায়ের করা এক মামলার প্রেক্ষিতে নাভালনির সম্পদ জব্দ করা হয়েছে। -আল জাজিরা

গত মাসে সাইবেরিয়া থেকে মস্কো আসার সময় হুট করে বিমানেই অসুস্থ হয়ে পড়ার পর তাকে ওমাস্কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাব পরীক্ষায় দেখা গেছে তাকে নভিচক বিষ প্রয়োগ করা হয়েছে। এর ফলে তিনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার এবং ফ্ল্যাট বিক্রি বা দান করতে পারবেন না। নাভালনি ও তার মিত্রদের দীর্ঘদিন ধরেই এই কোম্পানির সঙ্গে আইনী ঝামেলা চলছে। ২০১৮ সালে নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন এই কোম্পানির খাবার খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ আনে। তারা আরো জানায়, কোম্পানির মালিক যুভেনি প্রিগোজিনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক রয়েছে। রেস্টুরেন্ট ও ক্যাটরিং ব্যবসার মালিক ওই ব্যক্তিকে ‘পুতিন শেফ’বলেও রাশিয়াতে ডাকা হয়। কিন্তু কোম্পানিটি অভিযোগ অস্বীকার করে নাভালনির বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ