Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিসিবির বিরুদ্ধে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মামলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আর্থিক মডেল নিয়ে সন্তুষ্ট নয় টুর্নামেন্টের কোনো ফ্র্যাঞ্চাইজি। এই মডেল পরিবর্তন করতে আইনি পথে হেঁটেছে তারা। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ছয় দল। ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, পিএসএলের আর্থিক এই মডেলে পিসিবি লাভবান হচ্ছে। কিন্তু প্রতি মৌসুমেই লোকসান গুণতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরেই পিসিবির সঙ্গে এনিয়ে চলছে বিরোধ। অবশেষে আদালতে যেতে বাধ্য হয়েছে তারা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, লাহোর হাই কোর্টে মামলা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পিএসএলের স্থানীয় সম্প্রচারসত্ত্ব নিয়ে ব্লিটসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পিসিবি। আর্থিক দ্বন্দ্বে পিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে কদিন আগে আদালতে যেতে বাধ্য হয়েছিল তারাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ