Inqilab Logo

ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৪ কার্তিক ১৪২৭, ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

প্রয়োজনে সউদী ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে

ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সউদী আবর যেতে টিকেটের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল তার ফেসবুকে একটি পোস্টে এ কথা উল্লেখ করেন তিনি।
শাহরিয়ার আলম জানান, টিকিটের কোনও সমস্যা হবে না। সবাই যেতে পারবেন সফর মাস শেষ হওয়ার আগেই। সবাই একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করছেন বলে ভিড় হচ্ছে। মনে হচ্ছে টিকেটের সঙ্কট, যা সত্য নয়। প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে। অযথা হই-হুল্লোড় বা তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই।
প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, দাম্মামেও ফ্লাইট পরিচালনার জন্য বলেছি এবং তা করা হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে। কেউ বাদ যাবেন না। এসময় তিনি ঢাকাস্থ সউদী দূতাবাসের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। একই সঙ্গে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ম মেনে আবেদন করার আহ্বান জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আবর
আরও পড়ুন