Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া-ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ভেনিজুয়েলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অস্ত্র খাতে রাশিয়া, চীন এবং ইরানসহ আরো কিছু দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, তার দেশের অস্ত্র ব্যবস্থার উন্নয়ন ঘটনার জন্য এসব দেশের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় জরুরি। ভেনিজুয়েলার স্ট্র্যাটেজিক কমান্ড অপারেশন্সের ১৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাদুরো জানান যে, তার দেশ নিজেই অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে। এজন্য তিনি একটি সামরিক ও বৈজ্ঞানিক পরিষদ গঠন করবেন। মাদুরো বলেন, “অস্ত্র ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজনীয় সব রয়েছে। তারপরও রাশিয়া, চীন, ইরান ও কিউবাসহ বিশ্বের অনেক দেশের সঙ্গে বৈজ্ঞানিক, কৌশলগত এবং অস্ত্র সংশ্লিষ্ট সম্পর্ক অব্যাহত রাখতে হবে।” এক্ষেত্রে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা স্বাধীনভাবে সামনে এগিয়ে যাবে বলে মাদুরো ঘোষণা করেন। রাশিয়া এবং চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভেনিজুয়েলাকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেছে রাশিয়া। অন্যদিকে ভেনিজুয়েলা থেকে অপরশোধিত তেল নিচ্ছে চীন। এছাড়া, ইরানের সঙ্গে স¤প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে ভেনিজুয়েলার সম্পর্ক উন্নত হয়েছে। ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা থাকার পরও ইরান তা উপেক্ষা করে গত মে মাসে ভেনিজুয়েলায় পাঁচটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণে তেল পাঠায়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ