Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার প্রকোপ চাপে ইয়াঙ্গুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ এএম

মিয়ানমারে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রচন্ড চাপে পড়েছে দেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন। নতুন নতুন কোয়ারেন্টিন সেন্টার নির্মাণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই বাণিজিক নগরীর মেডিকেল স্টাফরা এরই মধ্যে কর্মক্লান্ত হয়ে পড়েছেন এবং আরো হাজার হাজার করোনা রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা করছেন। রোববার পর্যন্ত দেশটিতে অন্তত ১০,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে মারা গেছেন অন্তত ২০০ জন। বিশ্বের সবচেয়ে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার অধিকারী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এই কয়েক দিন আগেও করোনা আক্রান্ত সংখ্যা ছিলো কম। গত মাস পর্যন্ত ৪০০ জনেরও কম নিশ্চিত করোনা রোগী পাওয়া গেছে, আর সারা দেশে মারা গেছে ছয় জন। কিন্তু মিয়ানমারের পশ্চিমাঞ্চলে আক্রান্ত সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং প্রতিসপ্তাহে আক্রান্ত সংখ্যা দ্বিগুণ হচ্ছে। বেশিরভাগ রোগী শনাক্ত হয়েছে ইয়াঙ্গুনে। বর্তমানে শহরটি কঠোর লকডাউনের আওতায় রয়েছে। এতে নগরীর গরীব মানুষের জীবিকার উপর প্রচন্ড আঘাত আসবে বলে অনেকের আশঙ্কা। ইয়াঙ্গুনের প্রায় ৬,০০০ অধিবাসীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে শনিবার বলা হয়েছে। আরো ১,০০০ জনকে বিচ্ছিন্ন রাখতে নতুন করে সাতটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। নগরীর একটি ক্লিনিকের ডাক্তার ইয়ে নেই নেই তুত বলেন, এখানে আরো ১০,০০০ সন্দেহভাজন রোগী রয়েছে বলে আমরা মনে করছি। মেডিকেল স্টাফরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন বলেও উল্লেখ করেন তিনি। এএফপি, আল-জাজিরা, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা-প্রকোপ

২৯ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ