Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হোতা মাসুদ গ্রেফতার

জাল পাসপোর্ট-ভিসা তৈরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

জাল পাসপোর্ট ও ভিসা তৈরি চক্রের হোতা মাসুদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। সে ইউরোপের বেশিরভাগ দেশে জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো সে। গত রোববার দিবাগত রাতে সিলেটের কানাইঘাট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিদেশি অসংখ্য জাল পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। গতকাল সোমবার র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন এসব তথ্য জানান।

র‌্যাব সূত্র জানায়, সিলেটের প্রতারক মাসুদ আহমেদ স্পেনের একটি পাসপোর্ট তৈরি করতে দুই হাজার ইউরো নিতেন। জালিয়াতির মাধ্যমে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকদেরও ইসরায়েল, স্পেন, তুরস্ক, ক্যামেরুনসহ বিভিন্ন দেশের ভুয়া পাসপোর্ট ও ভিসা তৈরি করে দিতেন প্রতারক মাসুদ। এছাড়া মানিলন্ডারিং এবং হুন্ডি ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত মাসুদ। জার্মানি ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে এক মিলিয়ন ইউরো গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি জার্মানি, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইতালি, গ্রিস, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন। নেপাল, দিল্লি, সৌদি আরব, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রুট ব্যবহার করে তিনি এসব দেশে মানবপাচার করেছেন। মাসুদের সহযোগীদের আটক করার জন্য দেশব্যাপী অভিযান চালানো হবে বলে জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল-পাসপোর্ট-ভিসা

২৯ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ