Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইতিহাস সেরা সেভ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

কী হচ্ছিল, কয়েক মুহূর্ত যেন তাক লাগিয়ে দিয়েছিলেন নিকোলাস পুরান। প্রায় অবিশ্বাস্যভাবে ছোঁ মেরে নিশ্চিত ছক্কা থেকে বল হাওয়ায় ভেসে মাঠের ভেতরে নিয়ে আসেন তিনি। ঘটনা গতপরশু রাতে আইপিএল ম্যাচের। কিংস ইলিভেনের ২২৪ রান তাড়ায় তখন নেমে ছক্কার বৃষ্টি শুরু করেছেন সঞ্জু স্যামসন। অষ্টম ওভারে স্পিনার মুরগান অশ্বীনের বলে তেমন একটি শট নিশ্চিতভাবেই পাঠিয়েছিলেন বাউন্ডারির ওপারে। বাউন্ডারি লাইনে দাঁড়ানো ক্যারিবিয়ান পুরান দিলেন শূন্যে লাফ। হাওয়ায় ভেসে থাকা অবস্থায় বল জমল তার হাতে। কিন্তু শরীর ততক্ষণে বাউন্ডারি লাইনের বাইরে পড়তে যাচ্ছে। বলসহ পড়ে যাচ্ছে বুঝতে পেরে মাটি স্পর্শ করার খানিক আগে শ‚ন্য অবস্থাতেই তা ছুঁড়ে দেন ভেতরে। ছয়ের বদলে ২ রান পায় রাজস্থান। পুরানের তাৎক্ষণিক চিন্তা, শরীরের রিফ্লেক্স, গতি সব বিবেচনায় নিলে পুরো দৃশ্য চোখ কপালে তোলার মতো। এমন কান্ড দেখে ধারাভাষ্য দিতে থাকা হার্সা ভোগলে চমকে উঠেন। অনেক অনেক ম্যাচ স্বচক্ষে দেখা এই ক্রিকেট বিশ্লেষকের মতে, এটিই ক্রিকেট ইতিহাসে তার দেখা সেরা ফিল্ডিং, ‘আমার মতেই এটিই সেরা, কারণ বল সীমানার বাইরে দুই গজ চলে গিয়েছিল। সেখান থেকে ফেরত এনে ছক্কা বাঁচানো! ওয়াও!’ টুইটারে এই ছক্কা বাঁচানোর একটি ছবি পোস্ট করে শচিন টেন্ডুলকার লিখেছেন, ‘আমার জীবনে দেখা সেরা ফিল্ডিং সেভ এটি, অবিশ্বাস্য!’ পুরান যখন ছক্কাটি বাঁচান। ডাগ আউটে তাদের ফিল্ডিং কোচ জন্টি রোডস দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়ছেন। জন্ট্রি অধীনে থাকা পাঞ্জাব এদিন আরও কয়েকটি দুর্দান্ত ফিল্ডিং করে। পরে টুইটারে শচিনের পোস্ট শেয়ার করে জন্টিও একমত এটিই ইতিহাস সেরা, ‘শচিন যখন বলেছে তাহলে কথাই নেই, এটিই সর্বকালের সেরা সেভ। দুর্দান্ত নিকোলাস পুরান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেভ

২ সেপ্টেম্বর, ২০২২
২৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ