এবার মামুনুল হকের তৃতীয় বিয়ে নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তৃতীয় বিয়ের
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকিয়ে গৃহবধুকে গণধর্ষণের ন্যাক্কারজক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ। এমন বর্বর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান তারা। মঙ্গলবার এক বিবৃতিতে জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান, সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হালিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা নাসির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা জামাল আহমদ, সহ-সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, সহ-সেক্রেটারি হাফিজ মাওলানা শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন কোম্পানিগঞ্জী, সহ-সাংগঠনিক মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আহাদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, হাফিজ মাওলানা শরীফ শাহজালাল, হাফিজ মাওলানা লুৎফুর রহমান নজিবী, মাওলানা বেলাল আহমদ ও হাফিজ মাওলানা নুর আহমদ প্রমূখ নেতৃবৃন্দ বলেন, দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেটের মাটিতে এমসি কলেজের মতো শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ঘটনার সাথে জড়িত ৭জন আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে অন্যান্য আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।