Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেক্সিকোয় বারে সহিংস ঘটনায় ১১ জনকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৭ পিএম

মেক্সিকোতে একটি বারে সহিংস ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে এ ঘটনা ঘটে। রবিবার ভোররাতে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বারটিতে সাতজন পুরুষ ও চারজন নারীর লাশ পাওয়া গেছে। সেখানে গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে বলে গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে। -রয়টার্স

মেক্সিকোর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো রাজ্য। স্থানীয় অপরাধী গোষ্ঠীর মধ্যে বিরোধ রাজ্যটিকে বিষিয়ে তুলেছে। সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে প্রায়ই প্রাণঘাতী লড়াইয়ের ঘটনা ঘটছে। জুলাইয়ে রাজ্যটিতে একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীরা ২৪ জনকে হত্যা করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ