Inqilab Logo

রোববার, ২৩ জানুয়ারী ২০২২, ০৯ মাঘ ১৪২৮, ১৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সিনেমার সঙ্গীত পরিচালনায় মুহিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক মুহিন খান বেশকিছু সিমোয় গান গেয়েছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ সিনেমাতে কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সঙ্গীতে ‘হৃদয় যেখানে চাইছে হারাতে’ গানটি ছিলো সিনেমায় মুহিনের প্রথম গান। এরপর ২৫টির মতো সিনেমায় তিনি গান গেয়েছেন। তবে সিনেমায় সঙ্গীত পরিচালনা করার সুযোগ হয়নি। অবশেষে সে সুযোগ হয়েছে। প্রথমবারের মতো সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। ‘পদ্মা পুরাণ’ নামে একটি সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাটি নির্মাণ করছেন রাশীদ পলাশ। পদ্মা তীরবর্তী জীবন-জীবিকা নিয়ে সিনেমার গল্প। সিনেমাটির টাইটেল সং ‘পদ্মাপুরাণ’ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুনি খান। গানটি লিখেছেন গীতিকার জামাল হোসেন। মুহিন খান বলেন, ‘সিনেমায় প্রথম সঙ্গীত পরিচালনায় করার অনুভূতি ভাষায় প্রকাশের নয়। এ এক বড় প্রাপ্তি। আমার বন্ধু রাশীদ পলাশের প্রতি কৃতজ্ঞ। রাশীদ পলাশ আমার স্কুল জীবনের বন্ধু। তার সহযোগিতায় কাজটি করার সৌভাগ্য হয়েছে। আন্তরিকতা নিয়ে গানটি করেছি। আমার বিশ^াস গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ মুহিন জানান, টাইটেল সং’টিতে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন। এদিকে জামাল হোসেনের লেখা ‘মেঘ তো বলে না আর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে সম্প্রতি নরসিংদীর মনোরম লোকেশনে। গানটির সুর সঙ্গীত করেছেন মুহিন খান। এতে মডেল হিসেবেও কাজ করেছেন মুহিন।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ