Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্ক জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান আঙ্কারার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৫ এএম

তুরস্কের একটি যুদ্ধবিমান আর্মেনিয়ার আকাশে সেদেশের একটি জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। তুরস্ক এ অভিযোগকে ‘নির্জলা অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির একটি সুখোই এসইউ-২৫ জঙ্গিবিমান যখন সামরিক দায়িত্ব পালন করছিল তখন তুরস্কের একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ওই মন্ত্রণালয় আরো জানায়, তুরস্কের যুদ্ধবিমানটি আজারবাইজানের গানজা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং এটি আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় মোতায়েন আর্মেনিয়ার সেনাদের পাশাপাশি আশপাশের আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে।

তবে তুরস্কেরর প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ অভিযোগকে ‘নির্জলা অসত্য’ বলে প্রত্যাখ্যান করেন। তুরস্কের কোনো এফ-১৬ জঙ্গিবিমান আর্মেনিয়ার সেনাবাহিনীর মুখোমুখি হয়নি বলে তিনি জানান। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আর্মেনিয়ার বিবৃতি প্রত্যাখ্যান করেছে।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের পরিচালক ফাখরুদ্দিন আলতুন বলেছেন, “আর্মেনিয়াকে সস্তা প্রচারণা কৌশল ত্যাগ করে তার দখলে থাকা আজারবাইজানের ভূখণ্ড ছেড়ে দিতে হবে।” নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান বিরোধে আজারবাইজানকে কঠোরভাবে সমর্থন দিচ্ছে তুরস্ক। ঐতিহাসিকভাবে আর্মেনিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো নয়।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ