Inqilab Logo

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১২ কার্তিক ১৪২৭, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

টিকিটের জন্য আজও সউদী প্রবাসীদের ভিড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৩ পিএম

করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফিরে যাওয়ার টিকিটের জন্য আজও ভিড় করতে দেখা গেছে। অপেক্ষারত অনেকেই জানান তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না।

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থিত সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা দেখা যায়।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। আবার কারো কারো ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

এছাড়া টোকেন পেলেও টিকিটের জন্য সিরিয়াল পাননি অনেকে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকিট


আরও
আরও পড়ুন