উখিয়ার ক্বেরাত মাহফিলে কুরআন প্রেমীদের ঢল
.jpg)
জাতীয় ক্বেরাত সম্মেলন সংস্থা উখিয়া উপজেলা শাখার ৩য় ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী শুক্রবার
কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রেন্টু ওরফে রিন্টু কুষ্টিয়ার দোলতপুর উপজেলার কৈপাল গ্রামের বিল্লাল হোসেন শেখের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড় থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ রেন্টুকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ এসআই কে এম জাফর আলী মাদক আইনে মামলা করেন। ওই মামলায় রেন্টুকে গ্রেপ্তার দেখিয়ে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২০ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।