Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুর্কী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা ঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পসৗজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত পডভরিন ওজতুর্ক। গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বৈঠক করেন।
এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন বলে জানা গেছে।
সাক্ষাৎকালে আবুল হাসান মাহমুদ আলী বলেন, তুরস্কের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং ভবিষ্যতে এটি আরো বেগমান হবে। এসময় তিনি তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান।
পর্যটন ও অবকাঠামো নির্মাণ খাতে দুই দেশ এক সঙ্গে কাজ করতে পারে বলে জানিয়ে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশের এ ব্যাপারে ভালো অভিজ্ঞতা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুর্কী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ